তাইপে পৌঁছেছেন ন্যান্সি পেলোসি

0
2


তাইপে বিমানবন্দরে ন্যান্সি পেলোসি ও তার সফরসঙ্গীরা।

ব্যাপক আলোচনা সমালোচনা ও চীনের অব্যাহত হুমকির পরও তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা ৪৮ মিনিটে পেলোসিকে বহনকারী বিমানটি তাইপে বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, মঙ্গলবার (২ জুলাই) সারাদিন তাইওয়ান প্রণালীর আকাশে ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে প্রণালী অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমান।

পেলোসির তাইওয়ানে পৌঁছানোর সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ প্রসঙ্গে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, তাইওয়ান প্রণালী অঞ্চলে উত্তেজনা বাড়াতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এ উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। এর সম্পূর্ণ দায় দেশটিকে নিতে হবে। পাশাপাশি, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থকে অবমূল্যায়নের মূল্যও পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

প্রসঙ্গত, পেলোসি তাইওয়ান সফর এলে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল চীন। বেইজিং বলেছে, (তিনি সফর করলে) চীনা সেনাবাহিনী নিশ্চুপ বসে থাকবে না।    

তবে গত সোমবারই যুক্তরাষ্ট্র জানায়, তারা চীনের রণহুঙ্কারে ভীত নয়।

/এসএইচ