আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসিতে ফেরার কোনো ইচ্ছা নেই ফিলিপাইনের। সোমবার এ মন্তব্যের মাধ্যমে পূর্বসূরির পথেই হাঁটলেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন। জানান, গণহত্যার যে অভিযোগ তুলছেন মানবাধিকারকর্মীরা; সেটি ভুল। বিষয়টি তদন্ত করে দেখছে ফিলিপাইন সরকার। এ বিষয়ে বহির্বিশ্বের হস্তক্ষেপ চায় না ফিলিপাইন। তাছাড়া অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কোনো উদ্যোগ নিলে সেটি তদন্তের এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মাদক নির্মূল অভিযানের অজুহাতে কমপক্ষে ৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দুতের্তে প্রশাসন। যার জেরে ২০১৯ সালে হেগ ভিত্তিক আদালত থেকে ফিলিপাইনের নাম প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
ইউএইচ/