আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই একে একে শিক্ষা ও কর্মক্ষেত্রসহ নারীদের সকল অধিকারে শেকল পরাচ্ছে তালেবান। তারই ধারাবাহিকতায় এবার নারী পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দেয়া হলো। দলটির দাবি, রমজান মাসে গান শুনিয়ে আইন ভঙ্গ করেছে ওই রেডিও স্টেশন। তবে সংশ্লিষ্টদের দাবি, এ সবই ষড়যন্ত্র। খবর আল জাজিরার।
‘সাদাই বানোয়ান’ নামে এই রেডিও স্টেশনটি যাত্রা শুরু করে প্রায় ১০ বছর আগে। ৮ জন কর্মীর মধ্যে ৬ জনই ছিলেন নারী। তালেবান ক্ষমতা দখল করার পর কোনো রকমে পরিচালিত হয়ে আসছিল এই রেডিও স্টেশনটি। তবে এবার সে পথও বন্ধ হলো।
রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ বলেন, কোনো আইন ভাঙা হয়নি। রেডিও স্টেশনে কোনো গান বাজানো হয়নি বলেও দাবি তার। তিনি বলেন, মূলত এই অযুহাতে রেডিও স্টেশনটি বন্ধ করে দেয়ার জন্যই এমন মিথ্যা অভিযোগ এনেছে তালেবান।
বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি জানিয়েছেন, রমজান মাসে বহুবার সঙ্গীত সম্প্রচার করে রেডিও স্টেশনটি আইন ভেঙেছে। ভবিষ্যতে আইন মানার প্রতিশ্রুতি দিলে তাদের ফের কাজ করতে দেয়া হবে।
এসজেড/