পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু কাল

0
2


মুন্সিগঞ্জ প্রতিনিধি:

সড়কপথের পর এবার পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর কথা রয়েছে আগামীকাল মঙ্গলবার। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচলের কথা রয়েছে। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা।

গেলো বুধবার সেতুর সবশেষ ৭ মিটার অংশের ঢালাই কাজ সম্পূর্ণ করেন প্রকৌশলীরা। এর আগে মঙ্গলবার সেতুর সর্বশেষ স্লিপার বসানোর মধ্যে দিয়ে দুইপাশে ভায়াডাক্টসহ রেললাইনের কাজ সম্পূর্ণ হয়। কাজ শেষ হওয়ায় ব্যানার নিয়ে উচ্ছাস প্রকাশ করে দেশি-বিদেশি প্রকৌশলীরা। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

/এমএন