গণঅধিকার পরিষদের সাথে রাজনৈতিক সংলাপে বসেছে বিএনপি। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় পুরানা পল্টনে এই সংলাপ শুরু হয়।
রাজনৈতিক সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও। অন্যদিকে, গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। সাথে আছেন সদস্য সচিব নুরুল হক নুর।
বৈঠকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে কথা বলবে দুই দল। এছাড়া, সংলাপে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়ে এজেন্ডা তৈরি করা হয়েছে। আর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে কিছু প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে।
/এম ই