করোনা মহামারির মধ্যেই হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট। আজ ফাইনাল খেলা উপভোগ করতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী মানুষ। তবে কারো মধ্যেই ছিলো না, স্বাস্থ্যবিধি মানার বালাই।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি মিলে। ৮ দিন আগে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১০টি দল। পুরস্কার হিসেবে ছিল সোনার নৌকা-বৈঠা। ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট
আজ বিকেলে পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের কীর্তিনারায়ণ কলেজের পশ্চিমপাশের হলিমপুর মাঠে অনুষ্ঠিত হয় রামপুর গ্রামের ২ ও ৩নং ওয়ার্ডের মধ্যে ফাইনাল ম্যাচ। খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোল করে। দ্বিতীয়ার্ধে কেউ গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন হয় ৩নং ওয়ার্ড।
এদিকে করোনার এই বিপদজনক পরিস্থিতির মাঝে বিশাল এই ফুটবল খেলার আয়োজন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ঘটনাটি শোনার পরই পুলিশ পাঠিয়ে খেলা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে আয়োজকদের খোঁজে বের করে আইনের আওতার আনার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।
আরো পোস্টঃ সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় সালমান খান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari