সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে মাদরাসার ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে চেয়ারম্যান সমর্থকদের হাতে মারপিটের শিকার হয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর বরকত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের গোলাম ইয়াসিনিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু মাদরাসায় গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর বরকতের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ওই শিক্ষক চেয়ার তুলে চেয়ারম্যানকে মারতে উদ্যত হলে চেয়ারম্যানের সাথে থাকা লোকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফরকে মারপিট করে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখে।
সদর থানার ওসি নাসিম আহম্মেদ জানিয়েছেন, এ ঘটনায় শিক্ষকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এসএইচ