দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেফতার

0
1


ছবি: সংগৃহীত

দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া গ্রেফতার হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই তাকে গ্রেফতার করে। খবর হিন্দুস্তান টাইমস’র।

উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতারের আগে দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেন বিভিন্ন স্থানে।

আম আদমি সরকার ক্ষমতায় আসার পর গত বছর দিল্লির আবগারি নীতি বদল করা হয়। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারিকরণ করা হয়। নীতি ও রীতি বদলের সেই সিদ্ধান্তের পেছনে বিপুল অর্থের লেনদেন হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তে সিবিআই এর আগে একাধিকবার উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল।

গত বছর সিসোদিয়ার বাড়ি, অফিসসহ বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছিল। খতিয়ে দেখা হয়েছিল তার ব্যাংকের লকার ও বিভিন্ন নথি।

/এনএএস