সংযমের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা মাসজুড়ে রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে ব্রত থাকবেন। রোজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাহরি ও ইফতার। দিনের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে সেহরি ও ইফতারের সময়সূচিতে আসে পরিবর্তন। আজকের ইফতারের সময়সূচি জেনে নিন।
সোমবার (১৭ এপ্রিল) ঢাকা জেলায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট। অন্যান্য জেলার সময়সূচি নিচের হিসেবে করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
ইউএইচ/