একের পর এক আগুনের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কোনো রাজনৈতিক দল এর সাথে জড়িত কি না তা-ও কমিটি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, মার্কেটে হঠাৎ হঠাৎ আগুনের ঘটনা ঘটছে। প্রায় রোজই আগুনের ঘটনা ঘটছে। কেন এটা ঘটছে তা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাকি ২০১৩-এর মতো আগুন সন্ত্রাস তা-ও খতিয়ে দেখা হবে।
বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক কয়েকজন জিজ্ঞাসাবাদে উদ্দেশ্যমূলক হামলার বিষয়টি স্বীকার করেছে বলে জানান আসাদুজ্জামান খান।
একটি গ্রুপ সিটি করপোরশেনকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ৫৮টি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যবসায়ীরা সেখানে থাকবে কি না এ সিদ্ধান্ত তারাই নিবেন।
/এমএন