ফেনীতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম করলেন যুবলীগ নেতা

0
5
মামুনুর রশিদ

৮ হাজার টাকা বকেয়া বেতন চাওয়াতে ফেনীতে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম করেছে জাহাঙ্গীর নামের এক ছাত্রের বাবা। স্থানীয়দের দাবি অভিযুক্ত জাহাঙ্গীর নিজেকে এলাকায় যুবলীগ নেতা বলে পরিচয় দেন সবার কাছে।

ফেনী সদর পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত দারুল ঈমান ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মামুনুর রশীদ সাহেবের উপর স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর এই ন্যাক্কারজনক হামলা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদ সাহেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে ছাত্রের বাবা জাহাঙ্গীর।

রোববার বিকেলে মাদ্রাসার সামনেই ঘটে এমন ঘটনা।

জাহাঙ্গীর আলমের ছেলে ওয়াসি আলম শান্ত ওই মাদ্রাসার প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। চলতি বছর ফেনীর অন্য একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে ভর্তি হয় ওয়াসি। দুই মাস আগে ৮ হাজার টাকা বকেয়া বেতন চান মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ। এরপর থেকেই ওই ছাত্রের বাবা জাহাঙ্গীর ওই শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নামে অরুচিকর মন্তব্যও করেন।

এরই জের ধরে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষকের উপর প্রকাশ্যে হামলা করা হয়।

এই ঘটনায় জাহাঙ্গীরকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষক। ফেনী মডেল থানার ওসি জানিয়েছেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।