রেড জোনের বিধিনিষেধ, বিজ্ঞপ্তি আকারে জারি স্বাস্হ্য অধিদপ্তরের

0
7

অধিদপ্তরের সদস্য সচিব ডা. জাহিদুল করিম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের ৪৫টি এবং তিনটি জেলাকে জোন সিস্টেমের আওতায় আনা হচ্ছে।

রেড জোনে সাধারণ ছুটি থাকবে। এছাড়া হলুদ ও সবুজ দুটি জোনের ভাগ থাকবে। পর্যায়ক্রমে সারাদেশে জোনিং সিস্টেম চালু করা হবে । রেড জোনে লকডাউন ২১ দিনের জন্য বলবৎ থাকবে।

রেড জোনের জন্য ১৯ টি বিধি নিষেধ জানানো হয়েছে স্বাস্হ্য অধিদপ্তরের তরফে। এছাড়া রেডজোনসহ গোটা দেশে আর ও ৬ টি নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।