পাকিস্তানে ত্রাণবাহী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ শীর্ষ সেনা কর্মকর্তা নিহত

0
4


নিহত ৬ সেনা কর্মকর্তা। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বালুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ছয়জন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বালুচিস্তান প্রদেশে বন্যায় ভুক্তভোগীদের ত্রাণ বিতরণের অভিযান চলাকালীন এই ছয় সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে আছেন লে. জে. সরফরাজ আলীও। তিনিই প্রদেশটিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান করছিলেন। খবর কাশ্মির অবজার্ভারের।

মঙ্গলবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনী। বলা হয়, সোমবার (১ আগস্ট) গভীর রাতে বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলো হেলিকপ্টারটি। এ সময় লাসবেলা এলাকায় ছয়জন সেনা কর্মকর্তাসহ সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। শেষ পর্যন্ত সেই নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় লাসবেলা জেলার মুসা গথের কাছে। তবে তাতে থাকা শীর্ষ ছয় সেনা কর্মকর্তাই মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ ছিল খারাপ আবহাওয়া। খুদজার রেঞ্জের ডেপুটি ইনসপেক্টর জেনারেল অব পুলিশ পারভেজ উমরানি বলেছেন, পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা যৌথভাবে হেলিকপ্টারটি অনুসন্ধানে কাজ করে। পুলিশ বলেছে, হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজ হয়েছে। সেখানে কোনো গাড়ি যায় না। এজন্য উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিহত ছয় সেনা কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাক সেনাবাহিনী।

এসজেড/