গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দীনকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে সিটি নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করবে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়নি।
বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, উন্নয়নের নামে একটি গোষ্ঠী দেশ থেকে অর্থপাচার করেছে। ঘুষ-বাণিজ্যের কারণে ঝুঁকিপূর্ণ অনুমোদনহীন ভবন টিকে থাকে। এ কারণেই আগুন কিংবা দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্টিত হবে।
/এমএন