সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১ হাজার ৫০০ কেজি অপরিপক্ব ল্যাংড়া আম ধ্বংস করেছে প্রশাসন। এ সময় আমের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে এসব আম জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, রাসায়নিক দিয়ে পাকিয়ে অপরিপক্ব ল্যাংড়া আম বাজারজাত করার চেষ্টা করছিল। বিষাক্ত ১৫০০ কেজি আম একটি বাড়ি থেকে জব্দ করে পিটিআই মাঠে কেরোসিন দিয়ে জ্বালিয়ে বিনষ্ট করা হয়েছে। সেই সঙ্গে আম মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে। কোনোভাবেই নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম গাছ থেকে সংগ্রহ করে বাজারজাত করা যাবে না। করলে ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/