দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছড়ালো। আর মৃতের সংখ্যা প্রায় ৩০০। সবশেষ ২৪ ঘন্টায় রেকর্ড ৮৫৮২ জনের নমুনা পরীক্ষা করে ১২০২ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদিকে সুস্থ্য হয়েছেন ২৭৯ জন।
দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। সবাইকে মানসিক ভাবে উজ্জ্বীবিত থেকে রোগ-প্রতিরোধ ক্ষ্মতা বাড়ে এমন খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ঊনশত্তর তম দিনে এসে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শুক্রবার দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় দেশের ৪১ টি ল্যাবে ৮৫৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় এ দিন সর্বোচ্চ ১২০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃতের তালিকায় যোগ হয়েছে আরো ১৫ জন। চব্বিশ সুস্থ্যতার সংখ্যা ২৭৯ জন। ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলায় আক্রান্তের শতকরা হার একটু কমেছে।
ব্রিফিংয়ে বলা হয় করোনা আক্রান্ত সহ সবাইকে মানসিক ভাবে ঊজ্জ্বীবিত থাকতে হবে। খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার। দেশে সবশেষ চব্বিশ ঘন্টায় ২৭৯ জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনের সংখ্যা দাড়ালো দুই হাজার সাতশো আটচল্লিশ জন।