আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে সরকার: ফখরুল

0
0


চলমান আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে সরকার। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে কৃষক দল। যেখানে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কিছু হলেই বিএনপি কাঁধে দায় চাপায় সরকার। বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় সরকার ও আওয়ামী লীগ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

তিনি অভিযোগ করেন, দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। সম্প্রতি আগুন নিয়ে সরকার নতুন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

ইউএইচ/