যুক্তরাজ্যের বিভিন্ন বৃদ্ধাশ্রম করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ২০ হাজার নিবাসী । ১ মে পর্যন্ত আট সপ্তাহে ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছে এসব প্রাণহানী ।
এসব বৃদ্ধাশ্রম গুলোতে অন্যন্যা রোগ বা বার্ধক্যজনিত কারণ মিলিয়ে প্রাণহানির সংখ্যা ছিল ৩৭ হাজার ৬২৭। সরকারি তথ্য বিশ্লেষণ করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ।
বলা হচ্ছে গত ৫ বছরে বৃদ্ধাশ্রম গুলোতে একই সময়ে যে মৃত্যুর হার ছিল করোনা মহামারিতে তা বেড়েছে দ্বিগুন এর চেয়ে ও বেশী ।
কোভিড ১৯ ইউরোপে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য ।