শুক্রবার সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে জরুরি কাজে বের হওয়া নগরবাসী।
শুক্রবার (১৭ জুন) সকাল থেকে হওয়া বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মহাখালী, বাড্ডা এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কের কোথাও কোথাও হাঁটুপানিও জমতে দেখা গেছে। জমাটবাঁধা পানি পেরিয়ে চলতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
সড়কে চলাচলকারী নগরবাসী জানান, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার এই ভোগান্তি চলতে থাকলেও কখনই এর সমাধান হয় না- বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অনেক এলাকায় হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতেও দেখা যায় নগরবাসীকে। জলাবদ্ধ সড়কে ম্যানহোল ও খানাখন্দে ভরা স্থানগুলোয় রিকশা উল্টে, গাড়ি বন্ধ হয়ে মানুষ ভোগান্তির শিকার হয় বলেও জানান স্থানীয়রা। দীর্ঘসময়ের এসব জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন তারা।
/এসএইচ