হংকংয়ের ফ্র্যাঞ্চাইজি নারী টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। টুর্নামেন্টে অংশ নিতে এর মধ্যে বিসিবি থেকে ছাড়পত্র পেয়ে যাওয়ায় দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টির আসরটি খেলতে যাচ্ছেন এই দুই ক্রিকেটার।
ভারত ও অস্ট্রেলিয়ার পর এবার নারীদের নিয়ে এসডিজি ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে হংকং। দুবাইতে ১ মে পর্দা উঠবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আর এর পর্দা নামবে ১৫ মে।
৬ দলের টুর্নামেন্টে জাহানারা খেলবেন ফ্র্যাঞ্চাইজি ফ্যালকনের হয়ে আর রুমানার ফ্র্যাঞ্চাইজি বার্মি আর্মি। আসরটিতে মোট ম্যাচ হবে ২০টি, যেখানে খেলবেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার।
আরও পড়ুন: মিরাজের স্থলে ডাক পেলেন নাঈম হাসান
/এম ই