রিপোর্টার মোঃ আলফু আহমেদ:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক বরাদ্দকৃত গরীবের চাউল পৌছে দিতে দৃঢ় ভাবে কাজ করে যাচ্ছেন ১০ নং লস্কর পুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিবুল ইসলাম হিরো ও সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোতাচ্ছির।
সরকারি দেওয়া ত্রান পাওয়ার আকাংকিত হত দরিদ্রের মাঝে সুন্দর ও সমানভাবে বন্টনে সফল হয়েছেন ১০ নং ইউপি চেয়ারম্যান।
সরকার কর্তৃক ত্রান পেয়ে অনেক হত দরিদ্রের মুখে হাসি ফুটালেন চেয়ারম্যান ও চেয়ারম্যানের এমন কান্ডে মুছে গেল সাধারণ মানুষের চোখের পানি ।
এই দুঃসময়ে ত্রান বন্টনের কারণে সময়ের সাথে মানুষের অভাব পরিলক্ষিত হলেও কেটে খাওয়া মানুষের প্রাপ্য মুখের হাসি দেখে এলাকায় কিছুটা গরিবের মাঝে স্বস্থির ফিরে পেলেন চেয়ারম্যানের কারণে বলছে সাধারণ জনগণ ।
১০ নং ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে ব্যক্তিগত ভাবে আলাপ হওয়ায় উনি জানান, আরো আশ্বস্ত করলেন যে সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা অত্র ইউনিয়নের সকল গরীব-দুঃখীদের মাঝে পৌছে দিবেন এবং তারপক্ষ থেকে যা করতে পারেন সাধারণ মানুষের জন্য করে যাবেন ।
ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোতাচ্ছিরুল ইসলাম (চেয়ারম্যান), হবিগঞ্জ সদর উপজেলা।জনাব মোঃ মাহবুবুর রহমান হিরো(চেয়ারম্যান) লস্করপুর ইউনিয়ন।