গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলো পুলিশ

0
7


ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় আটকেপড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ।

এর মধ্যে বুধবার (৯ জুলাই) দুপুরে পরশুরামে এক গর্ভবতী নারীকেও উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় পরশুরাম মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, পরশুরামের বন্যাদুর্গত এলাকায় গর্ভবতী এক নারী আটকেপড়ার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

ফুলগাজীতেও বন্যায় আটকেপড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। এছাড়া বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনো ও রান্না করা খাবারসহ বিশুদ্ধ পানি বিতরণ করেছেন তারা।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেনী জেলা পুলিশের উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার রাতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে পানিবন্দি হয়ে পড়ে ২০ হাজার মানুষ। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

আবদুল্লাহ আল-মামুন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।