যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের সামনে একটি সড়কের নামকরণ করা হলো নিহত সাংবাদিক জামাল খাশোগির নামে। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সরকার উদ্বোধন করে সড়কটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সড়কটির নামকরণ করা হয়েছে ‘খাশোগি ওয়ে’ নামে। নিহত সাংবাদিকের সম্মানে এ পদক্ষেপ বলে জানায় কর্তৃপক্ষ। উদ্বোধনকালে প্রেসিডেন্ট বাইডেনের সৌদি সফর নিয়েও সমালোচনা করেন নোবেল জয়ী অধিকারকর্মী তাওয়াক্কোল কারমান। বাইডেনের সৌদি সফরের আগ মুহূর্তে স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় জামাল খাশোগিকে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে উঠে আসে সেসময়কার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। তখন থেকেই টানাপড়েন শুরু হয় ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের। সম্প্রতি সে সম্পর্ক ঠিক করতে সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার এই সফরের কথা নিশ্চিতের পর থেকে সমালোচনার ঝড় ওঠে সব মহলে।
ইউএইচ/