রাজধানীর পাঁচ এলাকায় কলেরার মুখে খাওয়ার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১০ আগস্ট পর্যন্ত।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেয়া হবে। এর আগে গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় প্রথম ডোজ দেয়া হয়। রাজধানীর ৫ এলাকা মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা ৭০০টি। প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন। তাদেরকেই দ্বিতীয় ডোজ দেয়া হবে।
/এমএন