খুলনায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে গেলেন সালাম মুর্শেদী

0
0


ফাইল ছবি

খুলনা ব্যুরো:

খুলনার একটি মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে মাত্র তিন ভোটে পরাজিত হয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

বুধবার (২৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত খুলনার তেরখাদা উপজেলা সদরের শহীদ ম্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে ওই উপজেলার চেয়ারম্যান শহিদুল ইসলামের কাছে তিন ভোটে পরাজিত হন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী পেয়েছেন ৩ ভোট আর বিজয়ী শহিদুল ইসলাম পেয়েছেন ৬ ভোট।

বুধবার (২৭ এপ্রিল) সকালে স্কুলে তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য ও পাঁচজন অভিভাবক সদস্য গোপন ব্যালটে ভোট দেন। স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে, শতভাগ ভোট পড়েছে।

/এসএইচ