ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা মামলায় ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, ভাই হত্যার প্রধান আসামি হাফিজুর রহমান যশোর থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে যশোর কোতোয়ালি থানা এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার বারোবাজারে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতার হাফিজুর রহমান তার বড় ভাই ফজলুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ফজলুরের ছেলে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এটিএম/