ইনজুরি আক্রান্ত অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টেস্টে ডাক পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। আঙুলের ইনজুরিতে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে মিরাজকে। তাই আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ম টেস্টে নাঈম হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশ শিবিরে ধেয়ে এলো ইনজুরি ঝড়। দল ঘোষণার আগেই ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনজুরি আছে আরও দুই পেসার শরিফুল ও এবাদত হোসেনেরও। প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন মেহেদি মিরাজ আর মুশফিকুর রহিম। স্বল্প সময়ের মধ্যেই মুশফিক খেলার জন্য ফিট হলেও দুঃসংবাদ অপেক্ষা করছিল মেহেদি মিরাজের জন্য। হাতের ইনজুরিতে এই অলরাউন্ডারকে বিশ্রামে থাকতে হবে অন্তত ১৪ দিন।
১৫ মে শুরু হবে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট। সেখানে মিরাজের ফিট হওয়ার সাপেক্ষে শরিফুলকে স্কোয়াডে রাখা হয়েছিল, যার নন স্পোর্টস অস্ত্রোপচার হওয়ার কথা এ মাসেই। এরই মাঝে ফিট হয়ে যাওয়ার কথা এবাদতেরও। যদিও ফিট আর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া এক জিনিস নয়।
আরও পড়ুন: ইনজুরিতে মুশফিক, মিরাজ হাসপাতালে
/এম ই