২ ঘণ্টা লিফটে আটকে বিয়ের অনুষ্ঠান মিস করলেন বর-বধূ

0
0


লিফটে আটকে নিজের বিয়ের অনুষ্ঠান মিস করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ কারোলিনার এক দম্পতি। বরের নাম প্রনব ঝাঁ ও কনে ভিক্টোরিয়া। পরে উদ্ধারকর্মীরা এসে তাদের উদ্ধার করে। খবর এনডিটিভির।

শবিবার (১৮ ফেব্রুয়ারি) গ্রান্ড বহেমিয়ান হোটেলের ১৬ তলায় তাদের বিয়ের অনুষ্ঠান ছিল। বর-বধূ লিফটে উঠছিলেন। তাদের সাথে ছিলেন পরিবারের আরও চারজন। এমন সময় লিফট আটকে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও লিফট সার্ভিসের কর্মীদের ডাকলে তারা বুঝতে পারেন এটি একটু অন্যরকম ঘটনা।

বিয়ের দিন ভীতিকর এ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বর প্রনব বলেন, লিফটে ওঠার পরে আমরা সম্ভবত পাঁচ ফুটের মতো ওঠার পরই লিফটটি থেমে যায়। আমরা আটকা পড়ি। এর কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে যায়। আমি সামনে ও পেছনে কংক্রিটের দেয়াল দেখতে পাই। আমার তখন মনে হতে থাকে, এটা স্বাভাবিক ঘটনা নয়।

ফায়ার সার্ভিস কর্মী ডেভিড বাড বলেন, আমরা লিফটটি চালু করার সব রকম চেষ্টা করছিলাম। কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। তারপর আমরা লিফটের ঊপরের অংশ খুলে দড়ি দিয়ে টেনে তাদের ৬ তলায় নিয়ে যাই।

এটিএম/