মাগুরায় আইসোলেশনে থাকা এক রোগী মারা গেছে । সকালে ফরিদপুর মেডিকেলে মারা যান তিনি ।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রধান কুমার সাহা জানান , পেশায় কৃষক ৪৮ বছর বয়সী মোহাম্মদপুর উপজেলার বাসিন্দা ঐ ব্যক্তি ।
গতকাল দুপুরে থাকে করোনার আইসোলেশনে ইউনিটে ভর্তি করা হয় । ৭ দিন ধরে তিনি জ্বর–কাশি শ্বাস কষ্টে ভুগছিলেন । এই ঘটনার পরসতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ।