করোনার প্রভাব পড়তে শুরু করেছে পোশাক শিল্পগুলোতে

0
6
{"subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585523226303","source":"other","origin":"gallery","sources":["305636580358211","271687061016211"],"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585523226312"}

করোনা ভাইরাসের প্রভাবে পোশাক খাতে এখনও পর্যন্ত বাতিল হয়েছে ২৮০ কোটি ডলারের ক্রয়াদেশ । রোববার সকালে এ তথ্য দেয় তৈরী পোশাক কারখানার মালিক সংগঠন (বিজিএমইএ) ।

সংগঠনটির জানায়, এ পর্যন্ত ১ হাজার ১৬ কারখানায় বাতিল হয়েছে ক্রয় আদেশ আর এসব কারখানার ২০ লাখের বেশি শ্রমিক কাজ করতেন । সেখানে পোশাকের পরিমাণ ৮৬ কোটি ২০ লাখের ও বেশি ।

বিজিএমই বলছে , দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত এ আদেশ বাতিল করছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো । এর ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে শিল্প- কারখানার ।