যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়ালো ১২ জনে। শনিবার মারা গেছেন আরো ২ জন। নিউইয়র্কের এলমহার্সট হাসপাতাল এই তথ্যটি নিশ্চিত করেছে।
এর মধ্যে নিহত যে দুইজন হয়েছেন তার মধ্যে একজন এ.কে মনির যার বয়স ষাটের বেশি এবং অপরজনের নাম শফিউদ্দিন বেপারি। তার বয়স ৫৭ বছর। গেল পাঁচদিন তারা স্থানীয় কুইন্স এলাকার হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় এই পরামর্শ দেয়া হয়েছে।
নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত নিহত প্রবাসীদের মধ্যে পাঁচজন নারী। নিজস্ব তহবিল থেকে সবার জানাযা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ভোক্তভোগী পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি সার্বিক সহযোগিতাও করছে বাংলাদেশ সোসাইটি।