করোনাভাইরাস সম্পর্কে জরুরী বার্তা পাঠিয়েছেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান

0
7

শাহরিয়ার খাঁন সাকিব : করোনাভাইরাস সম্পর্কে জরুরী বার্তা পাঠিয়েছেন কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান রফিকুর রহমান। তিনি জানিয়েছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে বিশ্ব মহামারি ঘোষণা করেছে।

তাই তিনি কমলগঞ্জবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। তার কিছু কথা হুবুহু নিচে তুলে ধরা হলো:

প্রিয়
কমলগঞ্জবাসী আসসালামু আলাইকুম/আদাব

আপনারা সকলেই ইতিমধ্যে জানতে পেরেছেন করোনা ভাইরাসের আক্রমন সম্বন্ধে। বর্তমান বিশ্বে একটা নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িছে করোনা ভাইরাস। ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে বিশ্ব মহামারি ঘোষণা করেছে। প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশেও প্রবেশ করেছে এই ভাইরাস তা থেকে আক্রান্ত হয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরো ১৪ জন এবং মুটোমুটি সুস্থ হয়েছেন ২ জন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে খুব সতর্কতার সাথে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। যার ধারাবাহিকতায় প্রস্তুত আছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং কমলগঞ্জ উপজেলা প্রাশাসন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর জন্য ২০টি বেড প্রস্তুত করে রাখা হয়েছে প্রয়োজনে আরো বাড়ানো হবে।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল যেহেতু একটি পর্যটন এলাকা এবং বহুল প্রবাসীদের বসতবাড়ি এখানে, যার ধারবাহিকতায় প্রচুর পর্যটক এবং প্রবাসীদের আসা যাওয়া লেগেই থাকে অত্র এলাকায়। তাই সকলের কাছে অনুরোধ আপনারা বিশেষ ভাবে সতর্ক থাকবেন।

করোনা ভাইরাস লক্ষণঃ জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট।
আক্রান্তের লক্ষণ প্রকাশ পেলেই হটলাইনে ফোন করুন। বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করবে মেডিক্যাল টিম।।
ফোন নাম্বার:
০১৯২৭৭১১৭৮৪
০১৯২৭৭১১৭৮৫
০১৯৩৭০০০০১১
০১৯৩৭১১০০১১

সহযোগিতায়-রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(IEDCR)।

করোনা ভাইরাস আক্রান্ত না হওয়ার জন্য করণীয়:

* সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
* ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন
* গণপরিবহন এড়িয়ে চলুন
* প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পরিমান ঘরম পানি পান করুন।
* ঘরে ফিরে হ্যান্ডওয়াশ/সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
* কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন।
* ডিম কিংবা মাংস রান্না করার পূর্বে ভালো করে সেদ্ধ করে নিন।
* ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন
* নিয়মিত ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।
* সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
* অপ্রয়োজনে ঘরের দরজা জানালা খুলে রাকবেন না

কমলগঞ্জের প্রবাসী যারা দেশে/বাড়িতে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকল আপনারা অবশ্যই হোম কোয়ারেন্টাইম মেনে চলুন। যা আপনার উপর অর্পিত রাষ্ট্রীয় এবং পারিবারিক দায়িত্ব।

কোয়ারেন্টাইম অথবা হোম কোয়ারেন্টাইম না মানলে ৬ মাসের জেল অথবা ১লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ড।
—স্বাস্থ্য মন্ত্রণালয়

মহান আল্লাহ্’র কাছে দোয়া করি আমাদের সবাইকে হেফাজতে রাখার জন্য। (আমিন)

বার্তা প্রেরকঃ
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান
চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা পরিষদ, মৌলভীবাজার।