বাংলাদেশে করোনা ভাইরাসে একজনের মৃত্যু; আরো চারজন নতুন আক্রান্ত

0
6
করোনা ভাইরাস

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১৪ জন। আজকে আরও চার জনকে সনাক্ত করা হয়েছে।
মৃত ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা, ডায়েবেটিস সহ আরো অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন তিনি। এইসব রোগের মধ্যে তার করোনার সংক্রমণ হয়ে কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান। বাংলাদেশে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সারা বিশ্বে এখন করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ সহ বিশ্বের ১৬২ টি দেশ এখন করোনা ভাইরাসে আক্রান্ত।নিয়ন্ত্রণের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। চীনের পর এবার পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। অবরুদ্ধ পরিস্থিতির ঘোষণা করেছে ইতালি, ফ্রান্স, স্পেনের মতো দেশ গুলো। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের হতে দেয়া হচ্ছে না ঘর থেকে।
১ মাসের জন্য পুরো ইউরোপে বহির্বিশ্বের যাত্রীদের প্রবেশে আরোপ করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১১০০ বাসিন্দা।

এদিকে ভাইরাসে এই মুহুর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইতালিতে। একদিনে দেশটিতে নতুন করে মারা গেছেন আরো প্রায় সাড়ে তিনশো মানুষ। আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।