বিবস্ত্র করে রাজধানীতে এক গৃহকর্মীকে নির্যাতন করলো দম্পত্তি

0
9
গৃহকর্মী নির্যাতন

রাজধানীর হাজারিবাগের মধুবাগে বিবস্ত্র করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।

গেল রাতে এলাকাবাসী নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত দম্পত্তি শম্পা ও তার স্বামী শামিমকে আটকে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।

নির্যাতনের শিকার পিংকি জানায় প্রায়ই তাকে মারধর করতেন গৃহকর্মী শম্পা। তাকে মারার জন্য আলাদা বেত ও রাখা আছে বাসায়। ছোট্ট কোনো ভুল করলে শুরু হতো নির্যাতন। এর আগে তার চুল কেটে দিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ তার।

পুলিশ জানায় পিংকির শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ঠ। পিংকির অভিবাভকরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে ওই দম্পত্তির বিরুদ্ধে মামলা করবে। পিংকিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।