শিক্ষা-প্রতিষ্ঠান সময় বেঁধে বন্ধের ঘোষনাঃ শিক্ষামন্ত্রী

0
7

আজ ১৬ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা থেকে ঘোষনা করা হয়েছে ১৭ই মার্চ রোজ মঙ্গলবার থেকে দেশের সব স্কুল-কলেজ থেকে শুরু করে মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার হবে । আগামীকাল মঙ্গলবার থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা-প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এদিকে আজ থেকে সোমবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ১৮ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হল খোলা থাকবে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।

এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে।

এছাড়াও তিনি ১লা এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে বলেন, এছাড়াও মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টার বন্ধের কথাও বলেন।