জর্ডানের মধ্যস্থতায় হতে যাচ্ছে ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি আলোচনা

0
2


ছবি: সংগৃহীত

জর্ডানের মধ্যস্থতায় আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা। দু’পক্ষের সাম্প্রতিক উত্তেজনা নিরসনে এ উদ্যোগ নিয়েছে আম্মান। আল জাজিরার খবর।

রোববার (২৬ ফেব্রুয়ারি) লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরাও যোগ দেবেন আলোচনায়। জর্ডানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা হবে বৈঠকের এজেন্ডা। ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক আয়োজনকে বড় সাফল্য হিসেবে বিবেচনা করছে আম্মান। তাদের দাবি, কয়েক বছরেও এমন আলোচনার মুখোমুখি হননি দু’পক্ষের নেতারা।

সেই সাথে, দখলকৃত অঞ্চলগুলোয় ইহুদিদের অবৈধ বসতি নির্মাণ বেড়ে চলায় উদ্বেগও জানিয়েছে জর্ডান। পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যুর পর তুঙ্গে পৌঁছায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা। চলতি বছর শিশুসহ ৬২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ইসরায়েলের আগ্রাসনে।

আরও পড়ুন: ইসরায়েলে আন্দোলনকারীদের সরকার পতনের হুমকি, ব্যাপক ধরপাকড়

/এম ই