জামিন পেয়েছেন কুড়িগ্রামে জেলা প্রশাসনের অভিযানে গ্রেফতার সাংবাদিক আরিফুর রহমান রিগ্যান । সকালে তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট । এভাবে অভিযান চালিয়ে সাংবাদিক গ্রেফতার করা বিধিসম্মত হয়নি বলে জানিয়েছেন , রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন । তিনি জানান , এ ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি । আজকের মধ্যে দেয়া হবে প্রতিবেদন ।
শনিবার মধ্যরাতে সাংবাদিক আরিফুলের চৌড়া পাড়ার বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । দেশিয় মদ ও ১০০ গ্রাম গাজাঁ উদ্ধারের দাবি তাদের । পরে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে পরিবারে দাবি জেলা প্রশাসনের অনিয়ম নিয়ে রিপোর্ট করায় ফাঁসানো হয়েছে তাকে ।
একটি অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিভিউনের কুড়িঁগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর উভয় পক্ষের শুনানি হয়েছে । ২৫ হাজার টাকা বন্ড দে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জামিন মঞ্জুর করেছেন । আপিল শুনানির জন্য চলমান রয়েছে । আমরা সম্পূর্ণ ব্যাপারটা তার অফিসের উপর ছেড়ে দিয়েছি । তার অফিসের লোকজন আসবে এবং তাদের মাধ্যমে আমরা আপিল করবো । তারা যেভাবে করতে বলবে আমরা সেভাবেই করবো ।
Visit Our Officiall Page : Amra Moulvibazari