পালমেইরাসের বিপক্ষে ড্র করে নকআউটে পিএসজির সামনে মিয়ামি

0
0


দু’দলের সামনেই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করার। সেক্ষেত্রে জয়ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না ইন্টার মিয়ামির। অন্যদিকে ড্র করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে পালমেইরাসের।

এমন সমীকরণে মিয়ামির বিপক্ষে ২-২ গোলে ড্র করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে পাইমেইরাস। শেষ মুহূর্তে গোল করে মেসিদের জয়বঞ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। যে কারণে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে যেতে বাধ্য হয়েছে মিয়ামি। আর চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পালমেইরাস।

দু’দলের পয়েন্ট সমান ৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।

টুর্নামেন্টের প্রথম নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে মেসিদের মিয়ামি। অন্যদিকে পালমেইরাস খেলবে অন্য ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোর বিপক্ষে।

বিস্তারিত আসছে…

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।