ইউক্রেন জাতির ধ্বংস চায় রাশিয়া: কিয়েভ

0
3


ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত লক্ষ্য হলো ইউক্রেনের রাষ্ট্রত্ব এবং ইউক্রেনীয় জাতির সম্পূর্ণ ধ্বংস। এমন মন্তব্য করছেন সেদেশের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার। বৃহস্পতিবার (১৫ জুন) এমন কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এখনও আমাদের জন্য কঠিন। রাশিয়া পূর্ব ইউক্রেনীয় লোহানস্ক এবং দোনেস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, রাশিয়ার কৌশলগত লক্ষ্য হলো জাতি এবং দেশ হিসেবে ইউক্রেনকে ধ্বংস করে দেয়া। বিশেষ করে আমাদের সেনাবাহিনী ও অর্থনীতির ভিত্তিকে তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে চায়। যার ভেতরে রয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে পাঠানো সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের অবকাঠামো।

তবে এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এটিএম/