লম্বা সময় ধরে মাঠে গড়াচ্ছনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকি । খুব দ্রুতই সেটির অবসান হচ্ছে বলেজানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ । দ্রুত লিগ শুরুর ব্যাপারে , ক্লাবগুলোকে চিঠি দেয়া হবে জানিয়েছেন তিনি । এদিকে স্কুল হকি। টুর্নামেন্টের কারণ দেখিয়ে জুনে হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ আর বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প বন্ধ আছে , বলছেন তিনি ।
চৈত্রের খড় রোদে একফসলা কৃত্রিম বৃষ্টি মাওলানা হকি স্টেডিয়ামের নীল টার্ফে । সেখানেই নিজেদের ভিজিয়ে তৃপ্তি খুঁজলেন স্কুলহকির ক্ষুদ্রেরা । কিন্তু স্কুল হকির থেকে উঠে আসা এই খেলোয়াড়রা জানেন না । ভবিষ্যতে তাদের তৃপ্তি নেওয়ার জায়গা কোথায় । অনেকদিন ধরেই যে মাঠেই গড়াচ্ছে প্রিমিয়ার লিগ হকি ।
হকির ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ , আমাদের মূল টার্গেট হল লিগ , লিগেরজন্য আমরা কাজ করছি । লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্ন ক্লাবগুলোকে চিঠি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।আমরা অল্প দিক–দিনের মধ্যে চিঠি দিয়ে দিব । তারপর সব ক্লাবগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিব যে, কবে লিগ আরম্ভ করবো ।
সেই সাথে এই টুর্নামেন্টের জন্য আপাদত বন্ধ আছে জুনে হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ আর জুনিয়র বিশ্বকাপ বাচাই পর্বের ক্যাম্প ।তিনি আরো ও বলেন , বাহিরের বিভিন্ন সার্ভিস সিস্টেম গুলোতে ওরা আছেন , ওরা অলরেডি প্রেকট্রিস করছে । তারপর ও আমরা কমপ্লিট প্রেকট্রিসের জন্য ওদের নিয়ে আসব । আমাদের টুর্নামেন্ট আগামী ১৫ মার্চে শেষ হবে । ১৬ মার্চ কিংবা ১৭ মার্চ তারিখ আমরা আবার ইনশাল্লাহ শুরু করবো । সামনে বাংলাদেশের সুযোগ থাকছে যুব বিশ্বকাপের আসরে কোয়ালিফাই করার ।