জনমত প্রকাশে বাধা দিতে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করছে সরকার: ফখরুল

0
3


ফাইল ছবি।

সুপরিকল্পিতভাবে জনমত প্রকাশে বাধা দিয়ে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াঁজো কমিটির সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ডিএসএ ব্যবহার করে সাংবাদিকদের ওপরে চাপ প্রয়োগ করছে সরকার। এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান তিনি।

তিনি বলেন, আন্দোলন আরও বেগবান করে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আওয়ামী সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দিবে না বিএনপি ও গণতন্ত্র মঞ্চ- এমন মন্তব্যও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউএইচ/