দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ । করোনা ভাইরাস

0
4
করোনা ভাইরাস

করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এসেম্বলি বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অদিধপ্তর। এদিকে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন দেশে নতুন করে আর কোনো করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় নি। এর আগে আক্রান্ত হওয়া তিন জনই ভালো আছে। দুই জনকে খুব শীঘ্রই ছেড়ে দেয়া হবে।
তবে বিমানবন্দরে ইতালি থেকে দেশে ফেরা একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।

এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা। যেসব দেশে করোনা ভাইরাসের রোগী বেশি সেসব দেশ থেকে ফেরা যাত্রীদের করা হচ্ছে গভীর পর্যবেক্ষণ। নেয়া হচ্ছে প্রতিটি যাত্রীর স্বাস্থ্যের অতীত রেকর্ড। ইতালি থেকে দেশে ফেরা একজনকে পাঠানো হয়েছে রাজধানীর কুয়েত মৈত্রি হাসপাতালে। তাপমাত্রা বেশি থাকায় ত্রিশ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।

বিমানবন্দর পরিচালক জানান, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কারো বের হওয়ার কোনো সুযোগ নেই। তবে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ছিল যাত্রীদের। অভিযোগ ছিল স্বাস্থ্য পরীক্ষায় জনবল সংকটের।

স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, থার্মাল স্ক্যানারের সংকট কেটে গেছে। যোগ হয়েছে আরো পাঁচটি স্ক্যানার। জনবলও বাড়ানো হয়েছে বিমানবন্দরে। করোনা যাতে না ছড়ায় সেজন্য সব প্রস্তুতি আছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রীর।

স্বাস্থ্য মন্ত্রী জানান, করোনা প্রতিরোধে গঠিত তিনটি জাতীয় কমিটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করছে মন্ত্রণালয়।


করোনার কারণে মাস্ক ও স্যানিটাইজার সংকটে মানুষ


আমদের ফেসবুক পেজঃ Amra Moulvibazari