গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ছোঁয়াছে করোনা ভাইরাসে প্রাণ গেছে কমপক্ষে ৩৩৭ জনের । শুধু ইতালিতে মৃতের সংখ্যা ১৯৬ । নতুন করে আক্রান্ত দুই হাজার ৩১৩ জন । পুরো ইউরোপেই ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি । জরুরি পরিবহন , ফার্মেসী এবং নিত্য পণ্যের দোকান বাদে ইতালিতে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ম্যানেজিং কার্যক্রম । যুক্তরাজ্য , ফ্রান্স , স্পেন , ডেনমার্ক সহ কয়েকটি দেশে একদিনে নতুন করে আক্রান্ত আড়াই হাজার মানুষ । মারা গেছেন ৩৫ জন । দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে হাঙ্গেরি , প্রায় ৬ কোটি মানুষের দেশ জার্মানিতে ৭০% মানুষ ভাইরাসটি দ্বারা আক্রান্ত হতে পারে বলে সংখ্যা জানিয়েছেন , জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল । অন্যদিকে ইরানে মারা গেছেন ৬৩ জন । ১২৪ দেশে কোভিড নাইনটিনে (COVID 19) মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪,৬৩৩ জন , আক্রান্ত একলাখ ২৬ হাজার । এ পরিস্থিতিতে বুধবার করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । করোনা ভাইরাস সংকট মহামারিতে রূপ নিয়েছে । গেল দুই সপ্তাহের ব্যবধানের চীনে বাহিরে বিস্তার ১৩ গুণ বেড়েছে । সংক্রমনের শিকার দেশের সংখ্যা ও তিনগুন হয়েছে । হাজার হাজার মানুষ মৃত্যু সজ্জায় । সামনের দিন গুলোর পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে । তবে সব দেশের সম্মিলিত প্রচেষ্টায় এখন ও নিয়ন্ত্রনযোগ্য ।