সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় গাছ থেকে আম সংগ্রহের দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম ১২ মে; হিমসাগর ২৫ মে; ল্যাংড়া ১ জুন ও আম্রপালি ১৫ জুন গাছ থেকে সংগ্রহ করা যাবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নির্ধারিত তারিখের আগে যদি কোনও ব্যবসায়ী মনে করেন আম পরিপক্ব হয়েছে তবে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার অনুমতিক্রমে গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন। এছাড়া যদি কেউ অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আমে যে কোনও রাসায়নিক দ্রব্য ব্যবহারের খবর পেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সাতক্ষীরার আমের সুনাম রয়েছে দেশসহ বিদেশেও। সেই সুনাম ধরে রাখতে ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে। আমরা বিষমুক্ত আম সাতক্ষীরা থেকে উপহার দিতে চাই।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিপণন বিভাগ, আম ব্যবসায়ী ও আম চাষিরা উপস্থিত ছিলেন।
এএআর/