উচ্ছেদ এ বাধা দেয়ায় এমপি’র লোকজনকে ধাওয়া করলো বিআইডব্লিউটিএ

0
10

বিআইডব্লিউটিএর নদী দখলমুক্তের অভিযানে এমপি আসলামুল হকের মালিকানাধীন বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনা ভাঙার সময় আজও উত্তেজনা সৃষ্ঠি হয়। জরিপ না হওয়া পর্যন্ত জমি না ছাড়ার কথা জানায় মালিক। আর উচ্ছ্বেদকারী সংস্থাটি বলছে যা হচ্ছে হাইকোর্টের নির্দেশেই হচ্ছে।

বুড়িগঙ্গার পশ্চিমপাড়ে নদীর তীড় দখল করে গড়া মাইশা গ্রুপের পাওয়ার প্লান্ট এর অবৈধ অংশ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ করতে গেলে এদিনও তাদের বাধা দিতে আসেন ভালিক পক্ষের লোক। এ সময় পাওয়ার প্লান্ট এর মালিক এমপি আসলামুল হকের সামনেই তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ।

সংস্থাটি জানায় প্লান্টটির মালিক তাদের অভিযানে বাধা দিলেও তারা আদালতের আদেশ মেনেই অভিযান অব্যাহত রাখবেন। এমপি আসলাম শুধুমাত্র একটি জেটি বসানোর ছাড়পত্র নিয়ে পাওয়ার প্লান্ট এর নামে কয়েক একর নদী তীড় দখল করেছেন বলেও দাবি সংস্থাটির।

তবে আসলামুল হক অভিযোগ করে বলেন তাকে কোনো কাগজ না দেখিয়েই বিআইডব্লিওটিএ উচ্ছেদ চালাচ্ছে। তিনি জানান, কোনো ধরণের জরিপ ছাড়াই নাকি তার স্থাপনা অবৈধ ভাবে গুড়িয়ে দেয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জানান একাধিকবার তার উপস্থিতিতেই জরিপ করা হয়েছে।

এছাড়া বুড়িগঙ্গার চ্যানেলের ম্যাপ অনুযায়ী এমপি আসলামুল হকের পাওয়ার প্লান্ট এর মধ্যে থাকা তার বিশাল বাগান বাড়িও নদীর জায়গায় পড়েছে বলেও জানায় বিআইডব্লিওটিএ।