বগুড়া ব্যুরো:
বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষার এক কেন্দ্র থেকে হৃদয় আহম্মেদ (২৩) নামে একজন ভুয়া শিক্ষক আটক হয়েছেন।
মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন মুঠোফোন ব্যবহারের দায়ে বহিষ্কার করা হয়।
এ প্রসঙ্গে, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোনারুল ইসলাম জানান, বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন হৃদয় নামের ওই যুবক নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ইউএনও সাইদা পারভীন তার কাছে স্মার্টফোন দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার প্রতারণা প্রকাশিত হয়। এ সময় ওই যুবকের মুঠোফোন থেকে এসএসসির ভুয়া প্রশ্নপত্রও পাওয়া যায়।
তিনি আরও জানান, একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র সরবারহ করতেন। জিজ্ঞাসাবাদে আটককৃত হৃদয়ের দেয়া তথ্য অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন জব্দ করা হয়। তারাও ওই ভুয়া প্রশ্নপত্র পাওয়ার ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত ছিলেন। এ ঘটনায় ইউএনও’র নির্দেশে আটক হৃদয়কে পুলিশে সোপর্দ করা হয় এবং ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ