ব্লেড দিয়ে কেটে শরীরে মরিচ লাগিয়ে মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

0
3


অভিযুক্ত শিক্ষক আবু হানিফ।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় এক মাদরাসা শিক্ষার্থীর শরীর ব্লেড দিয়ে কেটে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অভিযুক্ত শিক্ষক আবু হানিফকে (৩০) আটক করেছে পুলিশ।

১২ বছর বয়সী ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে। সে বারশত ইউনিয়নের পূর্ব গুয়াপঞ্চ ইমাম আজম ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন একাডেমির হেফজ বিভাগের শিক্ষার্থী। ঘটনাটি ঘটে গত ৫ ফেব্রুয়ারি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, এক শিক্ষার্থীকে নির্যাতনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, পড়া মুখস্থ না করায় তাকে মারধরের একপর্যায়ে ব্লেড দিয়ে শরীরে আঘাত করেন ওই শিক্ষক। পরে ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দেন এবং এ শাস্তির কথা কাউকে না বলার জন্যও ভয় দেখান।

এ বিষয়ে মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান আল কাদেরী বলেন, ঘটনাটি দুঃখজনক। কোনো প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের সঙ্গে এমন কাণ্ড কারও কাম্য নয়। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএআর/