সুদানের সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্যের মধ্যে পরিচিত ‘গাম অ্যারাবিক’। এই আঠাটি পাওয়া যায় ‘অ্যাকাসিয়া ট্রি’ থেকে, যা আমাদের দেশে বাবলা গাছ নামে পরিচিত। কোমলপানীয়, প্রসাধনী তৈরিতে এই উপাদানটি অপরিহার্য। তবে সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে অনেকটাই স্তিমিত গাম অ্যারাবিকের সরবরাহ। খবর রয়টার্সের।
বিশ্বে ব্যবহৃত প্রায় ৭০ শতাংশ বাবলার আঠা সরবরাহ করা হয় এই অঞ্চল থেকেই। কিন্তু সুদানের গৃহযুদ্ধের কারণে ‘গাম অ্যারাবিক’ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে; এতে ভুগছে আন্তর্জাতিক ভোগ্যপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো।
গাম অ্যারাবিকের সঙ্কটেও কোকাকোলা-পেপসির সরবরাহ এখনো রয়েছে, কারণ কোম্পানিগুলো তিন থেকে ছয় মাসের জন্য কোমল পানীয় মজুত করে রেখেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন রফতানিকারকেরা।
সুদানের বিভিন্ন অঞ্চলে এর আগে সংঘাত হলেও এবার সংঘাত শুরু হয়েছে রাজধানী খার্তুমে। ই সংঘাতে কার্যত সবকিছু স্থবির হয়ে পড়েছে। যোগযোগব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থনীতির অবস্থাও মুমুর্ষুপ্রায়।
এটিএম/