পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

0
1


ছবি: সংগৃহীত

পোল্যান্ড ও বুলগেরিয়ায় আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। শর্ত দেয়া হয়েছে, কেবল রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করলেই জ্বালানি মিলবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পোলিশ রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে বন্ধ হবে সরবরাহ। তার আগেই বণ্টনের সাথে জড়িত সবাইকে জানানো হয়েছে এ সিদ্ধান্ত।

দেশটির জ্বালানি ব্যবস্থা পুরোপুরিই রুশ প্রতিষ্ঠান- গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল। পোল্যান্ড বছরের প্রথম প্রান্তিকে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করেছে ৫৩ শতাংশ।

এদিকে, বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রুবলের মাধ্যমে মূল্য পরিশোধে তারা রাজি নয়। তাই রাশিয়ার বিকল্প অনুসন্ধানে নেমেছে দেশটি। মে মাসের ১ তারিখ থেকে নতুন গ্যাস পাইপলাইন উন্মুক্ত করছে লিথুয়ানিয়া। ধারণা করা হচ্ছে, তাতে ইউরোপীয় দেশগুলোয় স্বস্তি ফিরবে।

ইউএইচ/