যশোরে ২৫ মামলার আসামি অস্ত্রসহ আটক

0
4


স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর শহরের মুজিব সড়ক এলাকার থেকে শীর্ষ সন্ত্রাসী রমজান শেখকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র-বিস্ফোরক ও ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় যশোর র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের কথা জানানো হয়।

যশোর র‍্যাব ৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিজুর রহমান বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করা হয়। এসময়ে তার দেহে তল্লাশি করে একটি অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ ২৫টি মামলা চলমান রয়েছে।

এর মধ্যে ৭টি অস্ত্র মামলা, ৫টি বিস্ফোরক মামলা, ১টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ৪টি হত্যাচেষ্টা মামলা ছাড়াও মাদকসহ আরও ৭টি মামলা রয়েছে। র‍্যাব তাকে যশোর কোতোয়ালী থানায় সোর্পদ করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

/এডব্লিউ